প্রাপ্তবয়স্কদের প্রচলিত মাত্রা-
খাওয়ার জন্য: ৫০০ মিগ্রা দিনে চার বার আহারের আধা থেকে এক ঘন্টা আগে।
ইনজেকশন হিসেবে:
মাংসপেশীতে ইনজেকশন হিসেবে: ২৫০ মিগ্রা চার থেকে ছয় ঘন্টা পর পর।
শিরাপথে ইনজেকশন হিসেবে: ৫০০ মিগ্রা চার থেকে ছয় ঘন্টা পর পর। প্রয়োজনবোধে উপরোল্লিখিত মাত্রাকে দ্বিগুণ করা যেতে পারে।
প্লুরাল কেভিটিতে ইনজেকশন হিসেবে: ৫০০ মিগ্রা দিনে এক বার।
জয়েন্ট কেভিটিতে ইনজেকশন হিসেবে: ৫০০ মিগ্রা দিনে এক বার।
শিশুদের প্রচলিত মাত্রা-
খাওয়ার জন্য: ২ থেকে ১০ বৎসর পর্যন্ত- প্রাপ্তবয়স্ক মাত্রার অর্ধেক। ২ বৎসরের নীচে- প্রাপ্তবয়স্ক মাত্রার এক-চতুর্থাংশ।
ইনজেকশন হিসেবে:
মাংসপেশীতে ইনজেকশন হিসেবে: ২৫০ মিগ্রা এর সাথে ১.৫ মিলি কিংবা ৫০০ মিগ্রা এর সাথে ২ মিলি ওয়াটার ফর ইনজেকশন বিপি মিশিয়ে দ্রবীভূত করতে হবে।
শিরাপথে ইনজকেশন হিসাবে: ৫০০ মিগ্রা এর সাথে ৫-১০ মিলি ওয়াটার ফর ইনজকেশন বিপি মিশিয়ে দ্রবীভূত করতে হবে। এরপর এই দ্রবণকে তিন থেকে চার মিনিট ধরে ধীরে ধীরে শরীরে প্রয়োগ করতে হবে। ক্লক্সাসিলিন ইনজকেশনকে ইনফিউশন উপযোগী যে কোন তরলে মিশিয়ে দেয়া যায় অথবা যথাযথ ভাবে হালকা করে ড্রপি টউিবে তিন থেকে চার মিনিট ধরে ধীরে ধীরে প্রয়োগ করা যায়।
প্লুরাল কেভেটিতে ইনজেকশন হিসেবে: ৫০০ মিগ্রা এর সাথে ৫ থেকে ১০ মিলি ওয়াটার ফর ইনজকেশন বিপি মিশিয়ে দ্রবীভূত করে প্রয়োগ করতে হবে।
জয়েন্টে কেভেটিতে ইনজেকশন হিসেবে: ৫০০ মিগ্রা এর সাথে অনধকি ৫ মিলি ওয়াটার ফর ইনজকেশন বিপি অথবা ০.৫% লিগনোকেইন হাইড্রোক্লোরাইড দ্রবণ মিশিয়ে দ্রবীভূত করে প্রয়োগ করতে হবে।
ক্লক্সাসিলিন এর পার্শ্ব-প্রতিক্রিয়া অন্যান্য পেনিসিলিনের মতই। এগুলো সাধারণতঃ মৃদু ও ক্ষণস্থায়ী হয়ে থাকে। এই সমস্ত পার্শ্ব-প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, ডায়রিয়া, অজীর্ণ (indigestion), র্যাশ-আরটিকারিয়েল অথবা ইরিথিমেটাস জাতীয়। যে কোন ধরণের র্যাশে রোগীকে এ ওষুধ দেয়া বন্ধ করতে হবে।
Penicillinase-resistant penicillins
ক্লক্সাসিলিন এর সকল ডোসেজ ফরমকে ঠান্ডা ও শুকনো স্থানে রাখতে হবে। ক্লক্সাসিলিন ইনজেকশন ভায়ালকে অনধিক ২৫° সেঃ তাপমাত্রায় সংরক্ষণ করুন।